Baghrol Basa- Baghrol meaning fishing cat in Bengali and Basa means nest or house. As the name suggests, Baghrol Basa is a home in the swamps just like a fishing cats nest. Here, we set up a research and conservation program to conserve the fishing cat and fund it using the money from the revenues that the homestay generates. We chose a conservation model that involves local people in all facets of management. They helped renovate the old-fashioned building, they run it and they are also involved in fishing cat conservation activities.
This was the main suite or the bedroom of the Jamindar and miraculously survived floods. The suite has been restored to its original glory along with modern conveniences. These include a clean and functional toilet, dining area and an open balcony which is surrounded by an orchid garden.
Enjoy the stylish Jamindar Clay suite made from locally available natural material. In the year 1978, this section of the property was flooded and destroyed along with other clay houses in this area. The carefully rebuilt house has a functional toilets, a grand dining room, a balcony with a view and an orchid garden.
The 4 in-house fresh water ponds are open and friendly for fishing cats and other wildlife. Additionally, fish is caught for personal consumption, angling is allowed and the adventurous can also swim in the warm waters. These ponds are the food bowls which are full of wildlife and active all day-night.
My friend Utsav brought me here. What a place! I knew very little coming here, but in just 18 hours, I depart this homestay meets conservation project with a much deeper sense of appreciation and knowledge of the local flora and fauna , and of course of the vision + mission of Shantanu and his team. There is a lot that all of us can learn from and integrate into our own lives to live more in harmony with the built environment as well as with one another.
বাঘরোলকে রাজ্যপশু ঘোষণা করায় খুব খুশী হয়েছিলাম। তারপর শান্তনুর উদ্যোগে বাঘরোল বাসায় বাঘরোল ও পারিপার্শ্বিক পরিবেশ দেখার জন্য উন্মুখ ছিলাম।হঠাৎ করেই সুযোগ হয়ে গেল। মনে মনে একটা ধারণা করেছিলাম। কিন্তু আসার পর ধারণাটা সম্পূর্ণ বদলে গেল। বাঘরোলকে কেন্দ্র করে বাঘরোল থিমে যে এমন একটা জায়গা হতে পারে, এ আমাদের কল্পনাতীত।
শান্তনু ও তার পরিবারের উষ্ণ অভ্যর্থনায় আমরা আপ্লুত। প্রতিটি সুইটের সুন্দর ভাবনা আমাদের মুগ্ধ করেছে। তবে সবচেয়ে আনন্দদায়ক হলো, রাতের অন্ধকারে মেছো বেড়ালের কর্মকান্ড প্রত্যক্ষ করা। শান্তনুর সঙ্গে interactive session থেকে আমরা অনেক অজানা তথ্য জানতে পেরে সমৃদ্ধ হয়েছি। ওর উদ্যোগকে সাধুবাদ জানাই। আমাদের পক্ষ থেকে আগামী দিনগুলির জন্য অনেক অভিনন্দন রইল। শুভেচ্ছাসহ-
Enjoyed our stay and hospitality at the heritage landlord house right in the flood plains of West Bengal. A new experience with fishing cat, monster lizards, Jackals, etc. In night safaris with Shantanu and his team. Great conservation initiation and awareness among the villagers. With Best Wishes..
শান্তনু, ছোটবেলার একটা বড় সময় কেটেছিল প্রায় এইরকম ঝোপঝাড়, গাছপালা, জলাজমি ভরা গ্রামের স্নিগ্ধতায়। অনেক ধন্যবাদ তোমায়, একটুকরো ছোটবেলা ফিরিয়ে দিলে।
মনের কোণে ইচ্ছা ছিল, এরকম এক জমিদারি মেজাজে কদিন থাকব। খুব ভালো লাগলো এই পরিবেশ। যেন নিজের লোকেদের মধ্যেই থাকলাম।
আর যার জন্য আসা, সেই বাঘরোল দেখার/দেখানোর জন্য তোমাদের সবার যে ভালোবাসা, ধৈর্য্য দেখলাম, আশা করি এই কার্যে তোমরা অনেক সাফল্য পাবে। রাত জেগে বাঘরোল খোঁজার রোমাঞ্চ সারা জীবন মনে রাখবো, মৃদুল,অরিজিৎ,প্রশান্তদা, বাড়ীর সবার জন্য আর বিশেষ করে ঘোষবুড়ির জন্য রইল অনেক ভালোবাসা।চরৈবতি-
শান্তনু, এই চারপাশ, ঝোপজঙ্গল,পুকুরঘাট- এ সবই আমার খুব চেনা। ছেলেবেলার টুকরোটাকরা ছবিগুলো যেন সেলাই করে চোখের সামনে ধরা হল। এই কড়িবরগা টানা বারান্দা, মাটির দেওয়াল, বড্ড মন কেমনিয়া……..এত যত্নে ধরে রেখেছেন যেন মনে হয়, পিছিয়ে গেছি দেড়শ বছর। এবং ইচ্ছে হয়, সেই সময় কালেই থমকে থাকি।
এই গ্রাম ও তার ছোটবড় বন্যপ্রাণের প্রতি আপনার ভালোবাসা গভীর ভাবে ছুঁয়ে গেল মন। আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলো সুন্দর ভাবে সাফল্য পাক। শুভেচ্ছা রইলো।
It’s a fantastic place for recreation and filming. Very well managed, efficient and the food is yum! And if you want a glimpse of the Fishing Cat, you are in the right hands!
শান্তনু, আমাদের ছোটবেলায় পড়া রূপকথার বইয়ে যে আবহমান বাংলা ধরা আছে, আপনি, আপনার কমরেডরা আমাকে/আমাদের তাঁর কাছে পৌঁছে দিলেন। সেই লক্ষীডুবির ঘাট, সেই হীরেমানিক তারার মাঠ, আর আকাশ কাঁপানো হুক্কা হুয়া…..। বড় হওয়াটা এত কর্কশ, আমি ভেবেছিলাম, এগুলো নেই। অথচ এই তো, এখানে থরে থরে সাজানো সব। এই রূপকথার দেশ খুব রাজকীয় নয়, কিন্তু আমাদের ভীষণ নিজস্ব। আপনার দর্শন আমাদের মতো থোড় বড়ি খাড়া নয়। আকাশের মতো মহৎ। শুভেচ্ছা জানবেন। বন্ধুত্ব যেন থাকে……। আপনাকে এবং আপনার বন্ধুদের কুর্নিশ।